আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

হলুদ হাসিতে শোভা ছড়াচ্ছে ঔষধি উদ্ভিদ দাদমর্দন

ঔষধি উদ্ভিদ দাদমর্দন। ছবি : কালবেলা
ঔষধি উদ্ভিদ দাদমর্দন। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দিকে এগোতেই পথের ধারে ও আশপাশের ঝোপঝাড়ে নজর কাড়ছে একটি ফুল। মনে হচ্ছিল, যেন আকাশের দিকে চোখ মেলে তাকিয়ে আছে। ঝোপের মাঝে এ সম্মিলিত ফুলগুলোর সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে। সুবিন্যস্ত পাতাও চোখ এড়ানোর মতো নয়।

প্রকৃতি মাতিয়ে ফোটা উজ্জ্বল হলুদ রঙের চোখজুড়ানো ফুলটি হলো দাদমর্দন। আসা যাওয়ার পথে এ ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রেমীসহ সব বয়সী মানুষ। তবে এ সুন্দর ফুলের ঔষধি গাছটি প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে পড়ছে।

জানা গেছে, সিসালপিনিয়েসি গোত্রের এ দাদমর্দন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সেনা আলাতা। এটির ইংরেজি নাম ক্যান্ডেল বুশ। এর আয়ুর্বেদিক নাম দাদমারি। এটি দ্রুত বর্ধনশীল গুল্মজাতীয় উদ্ভিদ। দাদমর্দন এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এদের পাতা অনেকটা রেইনট্রি কড়ই গাছের পাতার মতো, তবে আকারে কিছুটা বড়। এ গাছের চূড়ায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার খাড়া ডাঁটার মঞ্জরিতে মোমবাতির মতো উজ্জ্বল হলুদ রঙের ফুল নিচ থেকে ওপরের দিকে ফোটে। এসব ফুল সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফোটে।

ফুলের পর দাদমর্দন গাছে ধরে চিকন লম্বাটে কামরাঙার মতো খাঁজকাটা ফল। এ ফলের বীজ থেকেই বংশবিস্তার করে থাকে। দাদমর্দন গাছের ফল সুমিষ্ট নয়, এর কাঠও মূল্যহীন। তবে এটি ঔষধি গাছ হিসেবেই পরিচিত। এ গাছ পরিত্যক্ত জায়গায়, জলাশয়ে পাড়ে, পথের ধারে, অনাবাদি জমিতে ও ঝোপঝাড়ে আপনা-আপনি জন্মে। এর আদিনিবাস মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা। এরা যে কোনো পরিবেশে এরা নিজেদের টিকিয়ে রাখতে পারে।

দাদমর্দন নামের মধ্যেই এর মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। এটি শুধু তার চোখজুড়ানো ফুলে সৌন্দর্যই বিলায় না, এর রয়েছে নানা ঔষধি গুণ। বিশেষ করে চর্মরোগ দাদ ও পাঁচড়া রোগ নিরাময়ে এ গাছের পাতার রস বেশ কার্যকরী ভেষজ ওষুধ। মেছতার দাগ নির্মূলেও এ গাছের বিস্ময়কর ভূমিকা রয়েছে। যৌনরোগ চিকিৎসায় এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এটি টনিক হিসেবে কাজ করে। এ ছাড়া এ উদ্ভিদে ব্যাকটেরিয়া নাশক গুণ রয়েছে। একসময় গ্রামাঞ্চলের প্রকৃতিতে এ গাছটির পর্যাপ্ত উপস্থিতি থাকলেও দিন দিন এটি বিলুপ্তির পথে হাঁটছে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, প্রতিবছর এ সময়ে হলুদ রঙের এই ফুলগুলো ফোটে। সবুজের মাঝখানে ফোটা ফুলগুলো দেখতে বেশ চমৎকার। মোবাইলে অনেকেই এই ফুলের ছবি তোলেন। কলেজের উত্তর পাশের পুকুরের পাড়ে এবং খানিক দূরে কবরস্থান ও পরিত্যক্ত জায়গায় এ ফুল ফুটেছে। তবে একসময় এ গাছ আশপাশে অনেক দেখতাম। গাছটি এখন আর আগের মতো দেখা যায় না।

সাহেবাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফারিয়া ইসলাম আঁখি বলেন, প্রতিদিন কলেজে আসা-যাওয়ার পথে গাছটি দেখি। এ গাছের নাম জানা ছিল না। আপনার কাছ থেকে এর নাম জানলাম। তবে এ ফুল অন্য ফুলের মতো নয়। ফুলটি আকাশের দিকে মুখ করে ফোটে। সেপ্টেম্বর মাস এলেই সুন্দর ফুলের কারণে আমাদের কলেজের আশপাশে এ গাছ সহজেই চোখে পড়ে।

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন বলেন, আমাদের প্রকৃতি থেকে অনেক গাছের উপস্থিতি কমে গেছে। দাদমর্দনও এমনই একটি গাছ। একসময় এই গাছ উপজেলার বিভিন্ন এলাকায় অহরহ চোখে পড়তো। এখন আর তেমন একটা চোখে পড়ে না। তবে উপজেলার কিছু কিছু এলাকায় এখনো এই গাছ দেখা যায়। এ গাছের ফুল অন্য ফুল থেকে আলাদা হয় বলে এই গাছে ফুল ফুটলে সহজেই চোখে পড়ে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, দাদমর্দন গাছে ক্রাইসোফেনিক অ্যাসিড থাকায় এই গাছ চর্মরোগ নিরাময়ে বেশ কার্যকরী। এই গাছে ব্যাকটেরিয়া নাশক গুণ রয়েছে। যার ফলে এটি ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়ক। এজন্য এটি চর্মরোগসহ নানা রোগ প্রতিরোধ ও নিরাময়ে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, তবে দাদমর্দনসহ অনেক ঔষধি গাছ প্রকৃতি থেকে অস্তিত্ব হারাচ্ছে। ভেষজ চিকিৎসার সম্ভাবনা বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ঔষধি গাছসহ অন্যান্য গাছ রোপণে আমাদের এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

লক্ষ্মীপুরে বাসে আগুন

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

১০

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

১১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

১৩

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

১৪

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন?

১৫

৩১ দফা জাতির মুক্তির সনদ : রাশেদুল আহসান

১৬

চোখজুড়ানো অসাধারণ সুন্দর প্রজাপতি চাঁদনরি

১৭

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

১৮

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

১৯

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

২০
X