বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া ডাকবাংলো হলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা তার সঙ্গে পূজার প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান ।
এছাড়া এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে দুপুর থেকে রাত অবধি ধোবাউড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতাদের যৌথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় তিনি নেতাকর্মীদের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে—এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি তারেক রহমানের দেওয়া নির্দেশনার উল্লেখ করে বলেন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা। তার সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে দল পরিচালনার কোনো সুযোগ নেই। তাই তার সিদ্ধান্তই বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে শিরোধার্য।
ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য রাখেন। সভায় উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সিনিয়র যুগ্মআহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্মআহবায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, জাকিরুল ইসলাম টোটন, ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর, মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন