সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকির পিলারের ঢালাই ভেঙে সুমন আহমেদ নামের এক আউটসোর্সিং কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের হজরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটেছে।
তার মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের আউটসোর্সিং স্টাফরা দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।
নিহত সুমন আহমেদ ওসমানীর ৩৫ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন আহমদ নাইট ডিউটি শেষে দুপুরে চা খেতে হাসপাতালের পিডব্লিউডি ভবনের পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান। এ সময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন