সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মায়ের মৃত্যুর জন্য বাবাই দায়ী, অভিযোগ মেয়ের

জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে আলেয়া (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। নিহত আলেয়া তিন সন্তানের জননী। তার বড় মেয়ে সুপ্তি (২৫) ছেলে আপন (১০) ও ৭ বছর বয়সী আরও একটি মেয়ে রয়েছে।

জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী শফিকুল ইসলাম ও দেবর শহিদুল ইসলামের শারীরিক ও অমানুষিক নির্যাতন সহ্য করে আসছিল আলেয়া। বিশেষ করে স্বামী শফিকুল ইসলাম প্রথম স্ত্রী রেখেই যখন কুষ্টিয়ায় দ্বিতীয় বিয়ে করে তারপর থেকেই আলিয়া ও তার সন্তানদের ওপর দেবর শহিদুল ইসলামের অবহেলা অত্যাচার ও নির্যাতন আরও বেড়ে যায়। সে মাঝেমধ্যেই তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত এবং প্রতিনিয়তই অমানুষিক নির্যাতন করত বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

নিহতের বড় মেয়ে সুপ্তি জানায়, তার বাবা ও চাচার অত্যাচারে ও নির্যাতনের প্রতিকার চেয়ে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিহত আলেয়া বিচারের আশায় সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর বাড়িতে এলে ওইদিন রাতেই সে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং পরদিন সোমবার সকাল ১০টায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তাকে ভর্তি করালে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুপ্তি আরও জানায়, তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা ও চাচা শহিদুল ইসলাম দায়ী। তাদের অত্যাচার ও অমানুষিক নির্যাতনের কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে। সুপ্তি বলে, আমরা এর উপযুক্ত বিচার চাই।

এদিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোগী আনয়নকারীরা বলেছে তার ডায়রিয়া হয়েছিল। তাই তার স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করায় এবং দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলেয়ার মৃত্যুর পূর্বে থানায় অভিযোগ করার বিষয়ে এসআই হান্নান বলেন, একটি অভিযোগ পেয়েছি। কিন্তু তিনি মারা গেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে ৫ সদস্যের কমিটি

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

১০

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

১১

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১২

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

১৩

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৪

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১৫

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১৬

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১৮

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১৯

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

২০
X