বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহাম্মদের পক্ষ থেকে রামু উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় উপাসনালয় (মন্দির) পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা ছাত্রদলের নেতা ডা. জনি।
ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এবং এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে এ সফর অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন, ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
পরিদর্শন শেষে ডা. জনি বলেন, সালাউদ্দিন আহাম্মদ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা বলে আসছেন। তার পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত। এ দেশে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিদর্শনের সময় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা এই সদ্যতা ও আন্তরিকতা প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন