ঢাকার কেরানীগঞ্জে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সোহাগ (৩৮) নামে এক বেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছেন তার স্ত্রী রানু বেগম। ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর ৬টার দিকে উপজেলার কলাতিয়া ইউনিয়নের মানিকনগর গ্রামে সিরাজ সরকারের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দীন কবীর সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ছিন্নভিন্ন মরদেহ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং আহতকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ।
বাড়ির মালিকের ছেলে আশরাফুল জানান, ব্যবসায়ীর সোহাগ এবং তার আহত স্ত্রীর শেরপুর জেলার নকলা থানার বাসিন্দা। সোহাগ বেলুনের ব্যবসা করতেন। গ্যাস বেলুনে গ্যাস ভর্তি করার কাজে এই সিলিন্ডার ব্যবহার করা হতো।
মানিকনগরের বাসিন্দা স্থানীয় সমাজ কর্মী ও সংগীতশিল্পী শাফায়েত হোসেন জানান, দুই বছর আগেও একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছিল। গ্যাস সিলিন্ডারে গ্যাস বেলুন ব্যবসা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন