অবৈধভাবে ভারতের অভ্যন্তরে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (০৫ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি-বিএসএফ’র দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে বিলোনিয়া সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন- ঢাকার রামপুরের খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) ও কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)। জানা গেছে, তারা দু’জন স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে রোববার দুপুরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাদের আটক করে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, রোববার বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন