মাথায় ইনফেকশনজনিত রোগে আক্রান্ত এক বছরের শিশু মিমের সব চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শিশুটি পরিবার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর শিশু মিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে ডাক্তাররা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু ১ বছরের শিশু মিমের পরিবারের দরিদ্রতার কারণে একদিনের বকেয়া বিল পরিশোধ না করায় শিশু মিমকে ১১ অক্টোবর বিকেলে আইসিইউ থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে মিমের মা আলো বেগম বলেন, আমার মেয়ের অবস্থা বেশি ভালো না, দ্রুত চিকিৎসা না দিলে হয়ত বাঁচাতে পারবো না। সরকারি শিশু হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাধে আরেক বিপত্তি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত তারা রোগীকে বের করতে দেবে না। এ সময় একদমই ভেঙে পড়েন সদ্য বিধবা আলো বেগম। একদিকে স্বামীর শোক, অন্য দিকে ১ বছরের মাসুম বাচ্চা শিশু মিমের অসুস্থতা।
আলো বেগম আরও জানান, প্রায় ২ মাস আগে অকাল মৃত্যু হয় শিশু মিমের বাবা মিলনের। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি নেই। আবার আর্থিকভাবে সাহায্য করার জন্য সচ্ছল কোনো আত্মীয়স্বজনও নেই। এমনকি বিক্রি করে টাকা গোছানোর মতো কোনো জিনিসপত্র নেই। এ করুণ অবস্থায় কোনো কূল-কিনারা না পেয়ে আলো বেগম নিজ এলাকা পাবনায় ১১ অক্টোবর রাতে এক ছাত্রদল নেতার কাছে সহযোগিতা চেয়ে ঘটনাটি জানান। সেই ছাত্রদল নেতা বিষয়টি অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জানান।
এ বিষয়ে ছাত্রদল নেতা বলেন, আমার সামর্থ্য না থাকায় মানবিক রাজনীতিবিদ অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে বেসরকারি হাসপাতালের বকেয়া প্রায় ৩০ হাজার টাকা পরিশোধ করেন এবং উন্নত চিকিৎসার লক্ষ্যে শিশুটিকে সরকারি শিশু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সেই সঙ্গে শিশুটির সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করে দেন। এ ছাড়া শিশু মিমের চিকিৎসার সব দায়িত্ব নেন শিমুল বিশ্বাস।
আরও পড়ুন : মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা!
এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, শিমুল বিশ্বাস একজন মানব দরদি নেতা। তার দুয়ার থেকে সাহায্য চেয়ে কখনো কেউ ফেরত যায়নি। সব ধর্ম, বর্ণ ও মতের ঊর্ধ্বে তিনি মানবতাকে স্থান দিয়েছেন।
মন্তব্য করুন