রাজবাড়ীতে বালির চাতালে কাজ করার সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালির চাতালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালির চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক ইমরান (২৫)।
স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে বালির চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালি ভর্তি করা হয়। ট্রাকে বালি ভর্তি করা শেষে বালির চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক মারুফ ও ট্রাকচালক ইমরান ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালি সরানোর কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই বালির স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন