চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : জামায়াত নেতা শাহজাহান

চট্টগ্রামে ‘ডা. একেএম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান। ছবি : কালবেলা
চট্টগ্রামে ‘ডা. একেএম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান। ছবি : কালবেলা

যুব সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে বিকেলে অনুষ্ঠিত ‘ডা. একেএম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।’

মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আজকের এ টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আজকের যুবসমাজ মাদকের করাল গ্রাসে, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের ভয়াল ছায়ায় বিপথগামী হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে।’

তিনি আরও বলেন, ‘যুব সমাজকে যদি খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, তাহলে একটি মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এই আয়োজন তারই বাস্তব উদাহরণ।’

ডা. একেএম ফজলুল হক সম্পর্কে প্রধান অতিথি বলেন, ‘ডা. ফজলুল হক একজন জনদরদী চিকিৎসক ও সমাজসেবক। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি সবসময় অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকেছেন। একজন শিক্ষানুরাগী ও মানবিক নেতা হিসেবে তিনি সব শ্রেণির মানুষের আস্থা অর্জন করেছেন। চট্টগ্রাম-৯ আসনে তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জনগণ তাকে সুযোগ দিলে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করবেন।’

তিনি আশা প্রকাশ করেন, ‘ডা. ফজলুল হকের নেতৃত্বে এ এলাকা আধুনিক ও মাদকমুক্ত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল প্রমুখ।

উদ্বোধক ডা. একেএম ফজলুল হক বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ গঠনের শক্তিশালী উপাদান। তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।’

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চট্টগ্রাম কলেজ রোড একাদশ বনাম আইআইইউসি একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন বিপুল দর্শক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লুৎফর রহমান, কোতোয়ালি থানা আমির আমির হোছাইন, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানার নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশীদ চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদ, সদস্য আরিফুল ইসলাম ও মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষক, ধর্মীয় ও রাজনৈতিক নেতারাসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্যারেড মাঠ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

উৎসবের আবহে উদ্বোধনী দিনের ম্যাচে ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মাঠ ও গ্যালারিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন

সব রেকর্ড ভেঙে স্বর্ণ এখন সর্বোচ্চ দামে

খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে জনগণ : রহমাতুল্লাহ

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ফরম পূরণের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ মিলছে ৪২ দেশের নাগরিকদের

বাগেরহাটে কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

ঘাস চিবিয়ে মাঠ ‘অনুভব’ করতেন রোনালদো!

মালয়েশিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৭ লাখ বছর পর জেগে উঠছে ইরানের তাফতান আগ্নেয়গিরি!

১০

শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি কবে, জানাল এনটিআরসিএ

১১

গণভোট নিয়ে গড়িমসি করছে সরকার : জামায়াত

১২

চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না : শিবির সভাপতি

১৩

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ডের গুলি

১৪

গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

১৫

রোনালদোর ‘হাজার গোল’ ছোঁয়ার ভবিষ্যদ্বাণী এআই-এর!

১৬

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

১৭

অনুমতি ছাড়াই নারীর ছবি অনলাইনে পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

১৮

যোগদান করছেন চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম

১৯

একসঙ্গে বেড়ে ওঠা, বিদেশে কাজ ও মৃত্যুর পরও পাশাপাশি দাফন

২০
X