চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকভাবে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) ফটিকছড়ি প্রেস ক্লাব হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, কালবেলা শুধু পাঠক নয়, সাধারণ মানুষের আস্থাও অর্জন করেছে। অনেক মানুষ আছেন যারা সংবাদপত্র পড়েন না; কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কালবেলার লিংক দেখে সংবাদের সত্যতা খুঁজে পান। দৈনিক কালবেলা একসঙ্গে কাগজে, অনলাইনে ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের শ্রেষ্ঠত্ব স্থানে নিয়ে যেতে পেরেছে, তাও অল্প সময়ে। সাহসের সঙ্গে সত্যটা সুন্দর করে তুলে ধরে কালবেলা দেশের সংবাদপত্রে শীর্ষস্থানীয় হতে পেরেছে।
অনুষ্ঠানে ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার ফটিকছড়ি প্রতিনিধি ও প্রেস ক্লাবের সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন।
ফটিকছড়ি প্রেস ক্লাবের আজীবন সদস্য ও লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী নুরুল হুদা, জনপ্রিয় কণ্ঠশিল্পী জিয়াউদ্দিন বাদশা, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন শাহনেওয়াজ, অস্থায়ী সদস্য মো. তারেক, সংগঠক ইনজামুল হক, মো. সাইমন, মো. আব্বাস ও মো. সাকিব।
মন্তব্য করুন