কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে এক ইউপি সদস্যের বাড়ির ছাদ ও পুকুর পাড় থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর শশীদল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। এ সময় উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. কাউছার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া কাউছার ওই এলাকার মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউছার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানো অবস্থা থেকে ৬০ কেজি ও পুকুর পাড়ে লুকিয়ে রাখা আরও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে বিপুল গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ও ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। অভিযানে আমরা একজনকে আটক করেছি। অচিরেই জড়িত অন্যদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন