চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে ছুরিকাঘাত করে পালাল চিকিৎসাধীন ছিনতাইকারী, অবশেষে ধরা

আটক দুই ছিনতাইকারী। ছবি : সংগৃহীত
আটক দুই ছিনতাইকারী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বন্দি অবস্থায় পুলিশকে ছুরি মেরে পালিয়েছিল ইমাম হোসেন আকাশ (২৯) নামের এক ছিনতাইকারী। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সে।

বুধবার (২২ অক্টোবর) সীতাকুণ্ড উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। একই অভিযানে চীনা নাগরিককে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত পিচ্চি আকাশকে নগরের পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোট সাতজন ছিনতাইকারীকে আটক করার দাবি করেছে তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাহারার ফাঁকে পালিয়ে যায় ইমাম হোসেন আকাশ। সে সময় এক পুরুষ ও দুই নারী হাসপাতালে ঢুকে পূর্বপরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় এক কনস্টেবল ছুরিকাঘাতে আহত হন। পরে দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

ইমাম হোসাইন আকাশের বাড়ি আনোয়ারা উপজেলার দিঘিরপাড় বরুমছড়া এলাকায়, তবে সে দীর্ঘদিন ধরে বন্দর এলাকার আজাদ কলোনিতে ভাড়া থাকত। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই ও অস্ত্র মামলা আছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা আগে, সোমবার দুপুরে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন দুর্বৃত্ত। তারা বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা একজনকে ধরে গণপিটুনি দেয়। পরে আহত ছিনতাইকারী ইমাম হোসাইন আকাশ ও আহত বিদেশিকে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করে। সেই হাসপাতাল থেকেই ঘটে নাটকীয় পালানোর ঘটনা।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মেডিকেল থেকে পালানো ছিনতাইকারী আকাশকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। চীনা নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত পিচ্চি আকাশকে পতেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, পিচ্চি আকাশ একটি ছিনতাই চক্রের সক্রিয় সদস্য, যারা চট্টগ্রাম বন্দরের আশপাশে বিদেশি নাগরিক ও ব্যবসায়ীদের টার্গেট করত। চক্রটির পেছনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম এখন সেই নেটওয়ার্কের অন্য সদস্যদের ধরতে অভিযানে নেমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি ও জামায়াতকে যা বললেন প্রধান উপদেষ্টা

টুঙ্গিপাড়ায় মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে আইএমএফ : গভর্নর

‘চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব’

পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চাই : সালাউদ্দিন বাবু

প্রধান উপদেষ্টাকে যেসব বার্তা দিল জামায়াত

১০

জাতীয় দলের ব্যাটিং কোচের দৌড়ে আশরাফুল!

১১

ধানের শীষ নিরাপত্তার প্রতীক : কবির আহমেদ

১২

বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

১৩

সংবাদ সম্মেলনে নেতারা / ‘একে আজাদের গাড়িবহরে হামলায় সম্পৃক্ততা নেই যুবদলের’

১৪

নবজাতক কন্যাকে হারিয়ে পাকিস্তান তারকার আবেগঘন পোস্ট

১৫

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের বাধা

১৬

তিন বিভাগে বৃষ্টিসহ ৭২ ঘণ্টার পূর্বাভাস

১৭

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

১৮

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১২০ পদে নিয়োগ, আবেদন যেভাবে

১৯

কক্সবাজারে পর্যটকের মৃত্যু, পুলিশ হেফাজতে ৪ জন 

২০
X