রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

২১ দফা না মানলে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি সাংবাদিকদের

রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। ছবি : কালবেলা
রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। ছবি : কালবেলা

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ দফা দাবি উত্থাপন করেছেন রংপুরের সাংবাদিকরা। এর মধ্যে রয়েছে ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাপ্তাহিক দুই দিন ছুটি এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি। এসব দাবি মানা না হলে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেছেন তারা।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

এতে রংপুর নগরী ও আট উপজেলার দুই শতাধিক সাংবাদিক এতে অংশ নেন। সভাপতিত্ব করেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যান্য পেশার তুলনায় সাংবাদিকতায় আর্থিক নিরাপত্তাহীনতা মারাত্মকভাবে প্রকট। অনেক মিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বেতন দেয় না, এমনকি অনেকেই বিনা পারিশ্রমিকে সাংবাদিক নিয়োগ দেয়। তাই সাংবাদিকদের শুরুতেই ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা এবং প্রতি বছর ইনক্রিমেন্ট নির্ধারণের দাবি জানান তারা। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের তাগিদ দেন সাংবাদিক নেতারা।

আরও পড়ুন : সেই রূপলালের মেয়ের আজ গায়ে হলুদ

সাপ্তাহিক দুই দিন ছুটি না থাকায় সাংবাদিকদের শারীরিক ও মানসিক চাপ বেড়ে যাচ্ছে উল্লেখ করে তারা বলেন, সংবাদকর্মীদের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় এ ছুটি নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধ, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, পৃথক শ্রম আদালত গঠন, সাংবাদিকদের হয়রানি বন্ধসহ ২১ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় ‘লংমার্চ টু যমুনা’সহ পরবর্তী কর্মসূচি কঠোর হবে বলে জানান সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে সংহতি জানান রংপুর প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

আরও পড়ুন : নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত আবদুল্লাহ

সমাবেশে বক্তব্য দেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, দৈনিক মায়াবাজারের সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, আরপিইউজের সিনিয়র সহসভাপতি চঞ্চল মাহমুদ, একেএম ময়নুল ইসলাম, শিমুল ইসলাম, আসাদুজ্জামান আফজাল, রাকিবুল ইসলামসহ বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১০

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১১

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১২

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৩

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৪

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৫

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৬

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৭

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

২০
X