

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ ইসলামপন্থি একটি দলকে ইঙ্গিত করে বলেছেন, ‘জান্নাতের টিকিট বিক্রি করবেন না, জান্নাত এত সস্তা নয়।’
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সাবধান থাকতে হবে। যে কোনো মূল্যে আমরা নির্বাচনের পথে আছি এবং থাকব; এর কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ ন্যায় ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মন্তব্য করুন