মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ে গিয়ে দলীয় মার্কা চেনালেন দুই জামায়াত প্রার্থী

মাগুরা উচ্চ বিদ্যালয়ে দুই জামায়াত প্রার্থীর প্রচার। ছবি : কালবেলা
মাগুরা উচ্চ বিদ্যালয়ে দুই জামায়াত প্রার্থীর প্রচার। ছবি : কালবেলা

মাগুরা উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে দুটি আসনের জামায়াত প্রার্থীদের নির্বাচনী প্রচারের অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার অ্যাসেম্বলি চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মাগুরা-১ এবং মাগুরা-২ নির্বাচনী আসনের জামায়াত ইসলামী দলের মনোনীত দুই প্রার্থী আবদুল মতিন এবং এমবি বাকেরকে শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়ে দেন।

এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের দলীয় মার্কা পরিচয় করে দেন ও তাদের অভিভাবকদের সমর্থন জানাতে বলেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো শিক্ষা ও মূল্যবোধ গঠনের জায়গা। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা প্রচার চালানো অনুচিত। এতে শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে জামায়াত মনোনীত মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের বলেন, আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম কেবল শুভেচ্ছা জানাতে ও দোয়া নিতে। শিক্ষার্থীদের অনেকের অভিভাবকই ভোটার, তাই তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছি মাত্র।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, বিদ্যালয় থেকে এ ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এটি ওই শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যক্তিগত উদ্যোগে ঘটেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক কার্যক্রম অনুমোদিত নয়।

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয়। শিক্ষার্থীদের সামনে রাজনৈতিক বক্তব্য দেওয়া শিক্ষা নীতির পরিপন্থি। শিক্ষাব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় শিক্ষকসহ সবাইকে সংবেদনশীল থাকতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল জানান, বিষয়টি আমরা জেনেছি। আগামী সপ্তাহের আইনশৃঙ্খলা কমিটির সভায় এটি আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

এদিকে এ ঘটনায় সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা মিছিল করে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়টিকে রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানিয়ে বক্তব্য দেয়। পরে দাবি আদায়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জেলা শিক্ষা অফিসারকে অনুলিপি দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে।

জেলা প্রশাসক অহিদুল ইসলাম জানান, ছাত্রদের অভিযোগের বিষয়টি তদন্তে জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিদ্যমান পরিস্থিতিতে জনমনে বিভ্রান্তি ও সংশয় কাটাতে মাগুরা জেলা জামায়াতে ইসলামের আমির (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাঈদ আহমাদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে জানানো হয়, আমাদের মাগুরার দুইটা নির্বাচনী আসনের প্রার্থীদ্বয় উচ্চ বিদ্যালয়টিতে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সামনে দোয়া ও শুভেচ্ছা প্রদান করে। তবে ছাত্রদের উদ্দেশে কিছু কিছু শব্দচয়নে ত্রুটি থাকলে সেটা আগামীতে সতর্কতার সঙ্গে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সম্মাননায় মাইলি সাইরাস

মন ভালো রাখার আহ্বানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

সিইসির সঙ্গে বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধানরা

ঘরে ফিরে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্ত্রী

নারীদের লেখা গল্পে আবেগের সত্যতা আলাদা হয়: কৃতিকা কামরা

সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লক্ষাধিক মানুষ ঘরছাড়া

জবি শিবিরের ওসমান হাদির কবর জিয়ারত

বিপিএলের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল মুসল্লির

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা

১০

আরও দীর্ঘ হলো বায়ার্নের ইনজুরির তালিকা

১১

সড়কে ঝরল দুই প্রাণ

১২

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

১৩

আজ বছরের দীর্ঘতম রাত

১৪

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর : ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

১৫

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১৬

‘ইরানে নতুন হামলার বিষয়ে’ ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

১৭

বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

২০
X