‎বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে : ডাকসু ভিপি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : কালবেলা

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছর যে ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম-খুন, নির্যাতন, জুলাই গণহত্যা এ প্রত্যেকটি হত্যার বিচার স্বাধীন বাংলাদেশে হতে হবে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আয়োজনে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ২ হাজার শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেন তিনি।

তিনি বলেন, ‘যে কাঠামোর মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, যেসব প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্টের উপাদানগুলোকে দূর করতে হবে। তার জন্য যে সংস্কার সেটা করতে হবে।’

এসময় তিনি বলেন, ‘হাসিনার একটি হত্যার রায়ও কার্যকর করতে পারেনি অন্তর্বর্তী সরকার। যা সবাইকে হতাশ করেছে। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ ছাত্র সংসদসহ বরিশালের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যাতে দ্রুত নির্বাচন হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।’

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘ছাত্রশিবিরকে দমনপীড়ন করার জন্য হাসিনা বিভিন্নভাবে ফ্রেমিং করেছে। এর জন্য সহযোগিতা করেছে কালচারাল ফ্যাসিস্টরা। তারা শিবিরকে দানব হিসেবে হাজির করার চেষ্টা করেছিল। কিন্তু এদেশের ছাত্র-জনতা এ ফ্রেমিংকে ভেঙে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। তাদের অপসারণ করতে হবে। হাসিনার বিচার, গণহত্যা ও জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারলে এ জাতি অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে। নির্বাচনে শিবিরের বিজয় হবে। পরাজয়ের কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের ৮৭টি প্রস্তাবনা এসেছে। এর মধ্যে যেগুলো রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর জন্য দরকার মেজর সংস্কার প্রস্তাবনাগুলো বিএনপি দ্বিমত করেছে। তারা যদি সংস্কার না চায় ফ্যাসিবাদের উপাদানগুলোকে রেখে দিতে চায় তাহলে ছাত্র জনতা সেটা মেনে নেবে না। শিক্ষার্থী ও শহীদদের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলুপ করে রাষ্ট্র সংস্কারে যেন সহযোগিতা করে বিএনপির এমন প্রত্যাশা জানানা ভিপি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে তিনি ছাত্র শিবিরের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন।

পরে সন্ধ্যায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একটি অনুষ্ঠানে অংশ নেন ডাকসু ভিপি ভিপি সাদিক কায়েম।

এর আগে মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন, ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন, শহীদ শান্তর বাবা জাকির হোসেন, ছাত্রশিবির বরিশাল জেলার প্রচার ও সাহিত্য সম্পাদক শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সৌরভ সরদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা

প্রার্থীকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার

প্রতারণা মামলায় তানজিন তিশা

কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

মর্যাদাপূর্ণ কিউএস র‍্যাঙ্কিং এশিয়া ২০২৬-এ স্থান করে নিয়েছে বিইউবিটি

সৌদিতে সংগীত চর্চায় নেওয়া হলো বড় পদক্ষেপ

গুলিবিদ্ধ বিএনপির প্রার্থীর সর্বশেষ অবস্থা

ঘাড় ঘোরালেই কটকট আওয়াজ? জেনে নিন কীসের ইঙ্গিত

সীমান্তে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবির প্রতিবাদ

এলাকা পরিবর্তন নিয়ে ভোটারদের বিশেষ সুযোগ দিল ইসি

১০

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময় নির্ধারণ

১১

সুদান নিয়ে ভয়ংকর পরিকল্পনা, বলির পাঁঠা সাধারণ মানুষ

১২

যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে জুতার মালা, পুলিশে সোপর্দ

১৩

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

১৪

সিআরআই জালিয়াতি / জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৫

মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

১৭

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের তদন্ত প্রতিবেদন জমা, জানা গেল কারণ

১৮

তরুণীকে অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন

১৯

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে

২০
X