বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

উচ্ছেদে গিয়ে হকারদের ঘেরাওয়ের মুখে মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে হকার উচ্ছেদে গিয়ে হকারদের স্লোগানে ঘেরাওয়ের মুখে পড়েন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে হকার উচ্ছেদে গিয়ে হকারদের স্লোগানে ঘেরাওয়ের মুখে পড়েন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেট মোড়ে হকার উচ্ছেদে গিয়ে হকারদের স্লোগানে ঘেরাওয়ের মুখে পড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ ও ম্যাজিস্ট্রেট টিম নিয়ে সেখানে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

অভিযান চলাকালে একদল হকার মেয়রের চারপাশে জড়ো হয়ে তীব্র স্লোগান দিতে শুরু করেন। তারা ‘শাহাদাত ভাইয়ের ঘোষণা, হকার উচ্ছেদ হবে না’, ‘খালেদা জিয়ার ঘোষণা, হকার উচ্ছেদ হবে না’, ‘হুঁশিয়ার সাবধান, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন। মুহূর্তেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, মেয়রকে ঘিরে হকাররা সমস্বরে স্লোগান দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল ৪টার আগেই মেয়র ডা. শাহাদাত নিউ মার্কেট মোড়ে উপস্থিত হন এবং হকারদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা না করার নির্দেশ দেন। এ সময় অনেক হকার দ্রুত তাদের দোকান সরিয়ে ফেললেও কয়েকজন ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে শুরু করেন।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নিউ মার্কেট মোড় চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে কেউ সড়ক বা ফুটপাত দখল করে স্থায়ী কাঠামো তৈরি করতে পারবে না। এমন কিছু করলে উচ্ছেদ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিকেল ৪টার আগে কেউ হকার ব্যবসা করতে পারবে না। ৪টার পর থেকে রাত পর্যন্ত তারা ব্যবসা করতে পারবেন, তবে তা চাকাযুক্ত গাড়ি বা হাতে পণ্য নিয়ে করতে হবে। কেউ স্থায়ীভাবে দোকান বসাতে পারবে না।’

মেয়র জানান, ব্যবসা শেষে হকারদের নিজেদের ময়লা-আবর্জনা পরিষ্কার করে যেতে হবে। কেউ ছাতা ব্যবহার করলে তা যেন পথচারীদের চলাচলে বাধা না সৃষ্টি করে, সেদিকেও নজর রাখতে হবে।

অভিযানে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

এশিয়া কাপ বিতর্কে বড় শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

‘তত্তাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের অভিশাপ ভোগ করছে পুরো জাতি’

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কুমিল্লার রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত : তথ্য উপদেষ্টা মাহফুজ

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

১০

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

১১

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

১২

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

১৩

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

১৪

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

১৫

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৬

ভোটারপ্রতি সর্বোচ্চ যত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

১৭

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

১৮

চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

১৯

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

২০
X