চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন দিয়ে বিএনপি নির্বাচনের ষড়যন্ত্রে পেরেক ঠুকেছে : মীর হেলাল

চট্টগ্রামে শাহ আমানত (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। ছবি : কালবেলা
চট্টগ্রামে শাহ আমানত (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। ছবি : কালবেলা

নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল।

বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর শাহ আমানত (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন। এরপর শহর কুতুব হযরত শাহ আমানত (রা.) এর মাজারে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।

পরে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে মীর হেলাল বলেন, ‘জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বয়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপিকে তৃণমূলের সুসংগঠিত করার প্রতিদান স্বরুপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসাবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ‘ধানের শীষ’কে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।’

ব্যারিস্টার হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সব নেতাকর্মী সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

তিনি সেখান থেকে সরাসরি হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্থানে তার কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আাত্বীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরের খীলে যান। তার দাদা দাদির ও অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এর আগে দলীয় মনোনয়ন পেয়ে দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলম, আবুল ফয়েজ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুনুর আলম, সদস্য সচিব আবু জাফর খোকনসহ মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জাসাস ছাত্রদল, সেচ্ছাসেবক দল মহিলা দলসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

এক নজরে অস্কার মনোনয়ন

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

১০

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

১১

৩০ পার হলেই খাদ্যাভ্যাস বদলানো জরুরি, জানুন কেন

১২

র‍্যাব সদস্য হত্যার পর প্রকাশ্যে হুমকি শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের

১৩

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

১৪

স্কটল্যান্ডকে যে ‘কৌশলে’ বিশ্বকাপ থেকে বাদ করল পাকিস্তান

১৫

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

১৬

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন আহমদ

১৭

নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

১৮

সিরিয়া থেকে হাজার হাজার বন্দিকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আবেদনময়ী রূপে জয়া

২০
X