

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। অন্যদিকে এই আসনের মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি হিসেবে দেখতে চান সেখানকার বেশিরভাগ মানুষ।
মিল্টন ভুঁইয়াকে প্রার্থী করার দাবিতে বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সন্দ্বীপের নারী সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রথম নারী সমাবেশটি অনুষ্ঠিত হয় সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে।
সমাবেশে অংশ নিতে সকাল থেকেই সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারী ঢল নামে। আয়োজকরা জানান, সন্দ্বীপের নারীরা সাধারণত ঘরের বাইরে বড় কোনো অনুষ্ঠানে অংশ নেননি। কিন্তু মিল্টনকে এমপি হিসেবে দেখার আকাঙ্ক্ষায় তারা আজ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দেন।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের নির্দেশনায় সন্দ্বীপে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সজীব ও সাবেক ছাত্রদল নেতা মিজানের সঞ্চালনায় বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউছার আহম্মেদ, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাইনউদ্দীন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম, মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম খেলনা মেম্বার, পৌরসভা সাবেক কাউন্সিলর রুজিনা বেগম উপজেলা মহিলা নেত্রী তফুরা, পৌরসভার যুবদল নেতা কৌশিক, সলিমুল্লাহ ফুলমিয়া, ডালিমসহ সন্দ্বীপ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
নারী বক্তারা বলেন, চট্টগ্রামের অনেক আসনে বিএনপি ইতোমধ্যে মনোনয়ন দিয়েছে, কিন্তু চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে এখনো মনোনয়ন ঘোষণা হয়নি। আমরা চাই, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।
বক্তারা আরও বলেন, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দীর্ঘদিন ধরে সন্দ্বীপের নারীদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে ছিলেন। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থানে তার অবদান উল্লেখযোগ্য।
নারীরা দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত চট্টগ্রাম-৩ আসনে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ সন্দ্বীপে নারীদের রাজনৈতিক সম্পৃক্ততার নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন