

খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ফয়েজকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাশকতা ও দুর্নীতির অভিযোগসহ ফয়েজের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই বিসিবির সাবেক পরিচালক এবং যুবলীগ নেতা শেখ সোহেলের ঘনিষ্ঠ ও কথিত মামা ছিলেন এই ফয়েজ। শেখ সোহেলের সবচেয়ে ঘনিষ্ঠ এই ফয়েজ ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহসহ নানা অপরাধে জড়িত ছিলেন বলে জানা গেছে।
মন্তব্য করুন