বরিশালের গৌরনদীতে বৃদ্ধা মমতাজ বেগমকে (৯০) পেটানোর অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিঙ্গলাকাঠি বাজারে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা পিঙ্গলাকাঠি গ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের ছেলে বাজারের ব্যবসায়ী সাইদুল সিকদারের কাছে খাবার কেনার জন্য শনিবার সকালে ৮০ টাকা চেয়েছিলাম। টাকা না দিয়ে উল্টো আমাকে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে সাইদুল। আমাকে পেটানোর দৃশ্য অনেকে দেখলেও সাইদুলের ভয়ে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এ ঘটনার বিচার দাবি করি।’
গৌরনদী মানবিক সহায়তা সংগঠনের সদস্য মো. শিপন হাওলাদার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রাস্তার পাশ থেকে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।’
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন