ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

বাসচালক জুলহাস মিয়ার মৃত্যুর খবরে আহাজারি করছেন স্বজনরা। ছবি : কালবেলা
বাসচালক জুলহাস মিয়ার মৃত্যুর খবরে আহাজারি করছেন স্বজনরা। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার বাসচালক জুলহাস মিয়ার (৩০) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তার মৃত্যুর খবরে আহাজারি করছেন স্বজেনরা।

নিহত জুলহাস কৈয়ারচালা গ্রামের আ. বারেকের ছেলে। তিনি মায়ের সঙ্গে ভালুকজান মাছের আড়ত সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সরেজমিনে নিহতের বাড়িতে গেলে দেখা যায়, মা সাজেদা আক্তার (৪৮) ঘরের মেঝেতে আহাজারি করছেন। তিনি বিলাপ করে বলেন, ‘আমার সংসার কেমনে চলবো গো, আমগরে কেডা দেখবো গো, কেডা খাবার দিবো গো। আমার পোলাডারে কেমনে আগুন দিইয়া পুড়লো গো, আল্লাহর কাছে বিচার চাই। আল্লাহ তারে আগুন দিইয়ায় পুড়াইয়োগো।’

ছোট বোন ময়না আক্তারও মায়ের সঙ্গে বিলাপ করছেন। বলেন, ‘আমার ভাইরে পুইড়া মারলো কে, আমার ভাইয়েরে জীবন ভিক্ষা দিতো। আমার ভাইডারে গাড়িত থেইক্যা ওরা বাহির হয়তে দেয় নাই।’ এ সময় তিনি ভাই হত্যার বিচার দাবি করেন।

স্বজনরা জানান, মা সাজেদা আক্তারের তালাক হওয়ায় জুলহাস তার মায়ের সঙ্গে নানার বাড়ি চলে আসে। তার মা মানুষের বাসায় কাজ করে জুলহাস ও তার ছোট বোন ময়না আক্তারকে লালনপালন করেন। পরিবারের অভাব অনটন ও দরিদ্রতায় মাত্র ১৪ বছর বয়সে চালকের সহযোগী হিসেবে গাড়িতে কাজ শুরু করেন জুলহাস। দীর্ঘদিন গাড়িতে থেকে বছর দুয়েক আগে গাড়ি চালানো শিখে এখন ড্রাইভিং করছেন। বছরখানেক আগে ৩ সমিতি থেকে ৩ লাখ ও বাহির থেকে ৩ লাখসহ ৬ লাখ টাকা ঋণ করে সাড়ে ৪ শতক জমি কিনে বাড়ি নির্মাণ ও গাড়িচালকের লাইসেন্স করেন। পরে মায়ের সিদ্ধান্তে মামাতো বোন জাকিয়া আক্তারকে বিয়ে করে সংসার শুরু করেন। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হতো তাই এক সপ্তাহ, দুই সপ্তাহ পর পর বাড়িতে আসতেন জুলহাস। তবুও বেশ ভালোই চলতো তাদের সংসার।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া বাসে দুর্বৃত্তরা আগুন দিলে ঘটনাস্থলেই চালক জুলহাস পুড়ে আঙ্গার হয়ে যান। এ ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ দেখেন।

এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, দুর্বৃত্তরা পেট্রোল জাতীয় পদার্থ দিয়ে গাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় ঘুমন্ত চালক মৃত্যুবরণ ও দুজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ পেয়েছি, ভিডিও এনালাইসিস করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১০

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১১

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১২

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১৩

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৪

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৫

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৬

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

১৭

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

১৮

আজহারীর বই নকলের অভিযোগ, তদন্তে ডিবি

১৯

শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন পলক

২০
X