

মানিকগঞ্জের সিংগাইরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ড’ অভিযানে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতা ও দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বায়রা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও মহিলা লীগের নেত্রী সেলিনা, সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শাহিন, ধল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বরুণ ঘোষ এবং চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিংগাইরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধল্লা পুলিশ ফাঁড়ি পোড়ানো ও প্যারামাউন্ট এলাকার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সিংগাইর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। যেকোনো অরাজকতা বা নাশকতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় পুলিশ ধারাবাহিকভাবে ‘ডেভিলহ্যান্ড অভিযান’ পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
মন্তব্য করুন