

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাজার ঘাটার শাহেরাজ মার্কেটে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলার শাহেরাজ মার্কেট ভবনের দ্বিতীয় তলার শাহ গদি এন্ড ইলেকট্রনিকস নামের দোকানের গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্য, ফার্মেসিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে। চার তলায় রয়েছে শিশু শিক্ষার্থীদের আবাসিক হেফজখানা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত মার্কেটের নিচ তলার পেছনের রেস্তোঁরার রান্নার চুলো থেকে বলে জানা গেছে। আগুন লাগার পরপরই কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মন্তব্য করুন