

পাবনার ঈশ্বরদীতে নেসকোর পাবনা ঈশ্বরদী, মামলা প্রত্যাহার, নির্বাহী প্রকৌশলী ও মিটার রিডার নজরুলকে অপসরণের দাবিতে গণঅণশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি ঈশ্বরদীর সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজন করা হয়।
কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ, সমাজ সেবক সারোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী নাগরিক ঐক্য জোটের সদস্যসচিব আশিকুর রহমান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, সাংবাদিক রিফাজ বিশ্বাস লালন প্রমুখ।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে জুস খাইয়ে অনশন ভাঙান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
মন্তব্য করুন