

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে স্কুলছাত্র স্বাধীন ইসলাম (১৭)। এর আগে গত ৯ নভেম্বর রাতে স্বাধীনের অনুসারীরা কুপিয়ে হত্যা করেছিল প্রতিপক্ষ কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টোকে (৫০)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীন ইসলামের মৃত্যু হয়।
স্বাধীন স্থানীয় রামচন্দ্রপুর হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, গাবতলী দুর্গাহাটার কীর্তনীয়া গ্রামে চলতি বছরের মে মাসে ৪২টি মুরগি চুরির ঘটনায় নিহত স্বাধীনদের সঙ্গে খামার মালিক জহুরুল ও খায়রুলদের হট্টগোল বাধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সম্প্রতি ওই বিরোধের জেরে নিহত স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে।
এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কীর্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা খায়রুলদের মামাতো ভাই ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।
ওই মামলায় অভিযুক্ত হয়ে নিহত স্বাধীনের পরিবারের সদস্যরাও পলাতক আছেন। তবে নিহত স্বাধীনের পরিবারের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার কালবেলাকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও অভিযোগ সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন