

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের মানুষ বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নিরাপত্তার অভাববোধ, মানবাধিকার লঙ্ঘন, বিভিন্নভাবে আইনশৃঙ্খলার অপব্যবহার নিয়ে শঙ্কিত আছে।
তিনি বলেন, নিরাপত্তার অভাববোধ যদি অব্যাহত থাকে, তাহলে এটা অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে দেখা দেবে। এ নিরাপত্তার অভাববোধ দূর করতে একটি রাজনৈতিক সমঝোতা, একটি রাজনৈতিক অঙ্গীকার দরকার।
বুধবার (১৯ নভেম্বর) বরিশাল নগরীর বান্দর রোডের একটি অভিজাত হোটেলের সেমিনার রুমে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত ‘প্রাক-নির্বাচনী আঞ্চলিক কর্মশালা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নাগরিকদের ভাবনার কথা তুলে ধরেন।
এর আগে ওই কর্মশালায় আসা শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিক, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধির কাছ থেকে মতামত গ্রহণ করা হয়।
পরে সাংবাদিকদের ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলারা মিলে ত্রিশক্তির সৃষ্টি হয়ে উন্নয়নের ধারায় বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সংস্কারের ধারা অব্যাহত রাখতে আমরা নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের কারণে বিগত সময়ে দেশে সংস্কারবিরোধী একটি জোট গড়ে উঠেছিল।
সভায় উপস্থিত ছিলেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, এনসিপির বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, বিএম কলেজের সাবেক অধ্যাপক শাহ্ সাজেদাসহ বরিশাল ও সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ নাগরিক, শিক্ষক, গবেষক, রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, আইনজীবী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন