

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমি ফেনীর সন্তান হিসেবে নতুন করে ফেনীকে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে সে সুযোগ করে দিন।
তিনি বলেন, দলীয় সন্ত্রাস ফেনীকে শেষ করে দিয়েছে। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে যেখানে পুলিশের গুলিতে ছাত্র-জনতা শহীদ হয়েছিল সেখানে ফেনীতে দলীয় সন্ত্রাসীরা পাখির মতো গুলি করে ছাত্র-জনতাকে খুন করেছে। দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি আর পুরোনো ধাঁচের রাজনীতি আমাদের শেষ করে দিয়েছে। নতুন করে নতুন বাংলাদেশে নতুন ধাঁচের রাজনীতি শুরু করতে হবে। এ জন্য যোগ্য লোককে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
মঞ্জু বলেন, আপনারা খারাপ লোককে জনপ্রতিনিধি বানাবেন আর উপযুক্ত সেবা প্রত্যাশা করবেন এটি কি সম্ভব? এ জন্য চিন্তা চেতনায় পরিবর্তনের এটিই সঠিক সময়। ভোটের সময় প্রার্থীর মধুর মধুর কথা আর প্রতিশ্রুতির জোয়ারে বিশ্বাস না করে সে প্রার্থীর অতীত, বর্তমান দেখে তাকে ভোট দেবেন। সেজন্য ফেনীর সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করতে হলে ফেনীবাসীকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।
রোববার (২৩ নভেম্বর) সকালে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এবি পার্টির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি আমাদের শেষ করে দিয়েছে। কে স্বাধীনতার ঘোষক, কে জাতির পিতা? কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা— এসব তর্ক আর চলতে দেওয়া হবে না। এসব করে করে জাতিকে বিভাজন করে রাখা হয়েছে। এসব তর্ক আর চলতে দেওয়া হবে না। আমরা নতুন তর্ক তৈরি করব, আর তা হবে দেশের মালিক হিসেবে নিজেদের অধিকারের কথা বলব, অধিকার আদায় করে নেব।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এটি আমার প্রথম নির্বাচন। আমি যেভাবে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছি, ঠিক সেভাবে ফেনীর উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি ইতোমধ্যে ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নে নীরবে কাজ করে চলেছি। দায়িত্ব পেলে এটি আরও বৃহৎ পরিসরে করতে পারবো৷ এর মাধ্যমে ফেনীর মুখ উজ্জ্বল করতে চাই। সুযোগ সব সময় আসে না, এবার সুযোগ এসেছে পরিবর্তনের। তাই আমি ফেনীবাসীর অব্যাহত সমর্থন কামনা করছি। আমি নতুন করে শুরু করতে চাই। শক্ত করে দাঁড়াতে চাই। এজন্য সবার ভালোবাসা চাই। ফেনীকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল প্রমুখ।
মন্তব্য করুন