রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন কোটি টাকার হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

র্যাবের হাতে আটক আমিনুল
র্যাবের হাতে আটক আমিনুল

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে হেরোইন প্যাকেজিংয়ের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা।

এ ছাড়াও একটি ওয়ান শুটারগান, একটি মাদক প্যাকেটজাত মেশিন, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ৪৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

আজ রোববার দুপুরে র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর টুকপাড়া গ্রাম থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম আমিনুল (৩৭)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর টুকপাড়ার মঞ্জুরের ছেলে।

সংবাদ সম্মেলনে রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্তবর্তী হাকিমপুর এলাকাটি মাদক চোরাচালানের একটি অন্যতম রুট হিসেবে মাদক চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে। এলাকাটি পদ্মানদীর পাড়ে হওয়ায় নদীপথে সীমান্তের ওপার থেকে নৌকাযোগে মাদক প্রবেশ করত, যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হতো।

গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি টিম জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীর পাড়-সংলগ্ন হাকিমপুর এলাকায় আমিনুল মাদকের একটি বড় চালান এনেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসির অভিযানিক দল দুটি ভাগে বিভক্ত হয়ে অভিযান শুরু করে। একটি দল নৌকাযোগে এবং অপর দলটি স্থলভাগ দিয়ে মাদক সম্রাট আমিনুলের বাড়ির এলাকায় পৌঁছায়।

র্যাব-৫ অধিনায়ক আরও বলেন, উভয় দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বাড়িটি শনাক্ত করে এবং তৎক্ষণাৎ বাড়িটি ঘেরাও করে। এ সময় আমিনুলকে হেরোইন প্যাকেজিংরত অবস্থায় আটক করা হয়। পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়িটি তল্লাশি করলে আমিনুল নিজে তার শয়ন কক্ষের টেবিলের নিচ থেকে একটি প্লাস্টিকের কৌটা থেকে অবৈধ হেরোইনের বড় অংশ ও বিপুল পরিমাণ মোটা পলিথিনের প্যাকেট বের করে দেয়।

তিনি আরও বলেন, অভিযানিক দলের কাছে তথ্য ছিল আমিনুল মাদক চোরাচালানের সময় অস্ত্র বহন করত। অভিযানিক দল আরও তল্লাশি শুরু করলে আমিনুলের ঘরের বিছানার পাশে রাখা ট্রাংকের ভেতর থেকে অবৈধ ওয়ান শুটার গানটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইন ও অবৈধ অস্ত্রটি নিজের বলে স্বীকার করে সে। মাদকগুলো ঢাকাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পাচার করত বলেও জানায় আমিনুল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক, অস্ত্র কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান র্যাব কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X