চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে হেরোইন প্যাকেজিংয়ের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা।
এ ছাড়াও একটি ওয়ান শুটারগান, একটি মাদক প্যাকেটজাত মেশিন, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ৪৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর টুকপাড়া গ্রাম থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আমিনুল (৩৭)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর টুকপাড়ার মঞ্জুরের ছেলে।
সংবাদ সম্মেলনে রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্তবর্তী হাকিমপুর এলাকাটি মাদক চোরাচালানের একটি অন্যতম রুট হিসেবে মাদক চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে। এলাকাটি পদ্মানদীর পাড়ে হওয়ায় নদীপথে সীমান্তের ওপার থেকে নৌকাযোগে মাদক প্রবেশ করত, যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হতো।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি টিম জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীর পাড়-সংলগ্ন হাকিমপুর এলাকায় আমিনুল মাদকের একটি বড় চালান এনেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসির অভিযানিক দল দুটি ভাগে বিভক্ত হয়ে অভিযান শুরু করে। একটি দল নৌকাযোগে এবং অপর দলটি স্থলভাগ দিয়ে মাদক সম্রাট আমিনুলের বাড়ির এলাকায় পৌঁছায়।
র্যাব-৫ অধিনায়ক আরও বলেন, উভয় দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বাড়িটি শনাক্ত করে এবং তৎক্ষণাৎ বাড়িটি ঘেরাও করে। এ সময় আমিনুলকে হেরোইন প্যাকেজিংরত অবস্থায় আটক করা হয়। পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়িটি তল্লাশি করলে আমিনুল নিজে তার শয়ন কক্ষের টেবিলের নিচ থেকে একটি প্লাস্টিকের কৌটা থেকে অবৈধ হেরোইনের বড় অংশ ও বিপুল পরিমাণ মোটা পলিথিনের প্যাকেট বের করে দেয়।
তিনি আরও বলেন, অভিযানিক দলের কাছে তথ্য ছিল আমিনুল মাদক চোরাচালানের সময় অস্ত্র বহন করত। অভিযানিক দল আরও তল্লাশি শুরু করলে আমিনুলের ঘরের বিছানার পাশে রাখা ট্রাংকের ভেতর থেকে অবৈধ ওয়ান শুটার গানটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইন ও অবৈধ অস্ত্রটি নিজের বলে স্বীকার করে সে। মাদকগুলো ঢাকাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পাচার করত বলেও জানায় আমিনুল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক, অস্ত্র কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান র্যাব কর্মকর্তা।
মন্তব্য করুন