

ব্যক্তি বা গ্রুপিং ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সবার ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামের অন্যতম দুর্গ ঢাকা-১ আসন। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যুবদলই হবে অগ্রণী শক্তি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের কলাকোপায় নবাবগঞ্জ যুবদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী এই গুরুত্বপূর্ণ সভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা বিএনপির এই নেতা বলেন বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়, ন্যায্য অধিকার চায়। আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, তাই এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সব নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা ও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সর্বদা সামনের সারিতে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ নির্বাচনের মাঠে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
এ সময় অনুষ্ঠানে যুবদল নেতা-কর্মীরা খন্দকার আবু আশফাককে ঘিরে স্লোগান ও উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো সভাজুড়ে ছিল নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি ও আগামী দিনের কর্মপন্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সেই সঙ্গে দেশের গণতন্ত্র মুক্তি আন্দোলন এবং বিএনপির বিজয়ের কামনা করা হয়।
এ সময় নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান পবনের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমানের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, নবাবগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শামসুল আলম যুবরাজসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন