ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরকে জাতীয় প্ল্যানের মধ্যে আনা উচিত : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসংযোগে কথা বলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসংযোগে কথা বলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুর জেলা উন্নয়ন থেকে পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়ন না হলে জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ঘুচবে না। আমাদের একদিকে মোংলা পোর্ট আরেক দিকে পায়রা পোর্ট মাঝখানে শরীয়তপুর। আগামীতে এ জেলাকে জাতীয় প্ল্যানের মধ্যে আনা উচিত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভেদরগঞ্জ উপজেলা নারায়ণপুর এলাকায় নির্বাচনী জনসংযোগ তিনি এসব কথা বলেন।

জনসংযোগে সকালে ভেদরগঞ্জের প্যাসিফিক স্কুল পরিদর্শন করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্কুল পরিদর্শনের পর তিনি ভেদরগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বাজার কেন্দ্রে এক পথসভায় তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে স্বাগত জানান।

এরপর তিনি এম এ রেজা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। খেলাধুলাকে শৃঙ্খলা ও সুস্থ মানসিকতার ভিত্তি উল্লেখ করে নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘যুবসমাজকে দক্ষ ও শক্তিশালী করতে খেলাধুলার বিকল্প নেই।’

দুপুরে তিনি এটিএন বাংলার ইসলামী বিভাগের পরিচালক আনোয়ার হোসেনের বাবা নূর ইসলাম হাওলাদারের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরে তিনি নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়িতে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সেখানে গ্রামবাসী উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন। মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু সকল বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের দাবিগুলো বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস দেন। সন্ধ্যায় নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, কৃষি, রাস্তা সংস্কার এবং তৃণমূল স্তরের সমস্যা নিয়ে আলোচনা করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা বিএনপি সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আসলাম হোসেন মাঝি, ভেদরগঞ্জ কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সরিফুল ইসলাম শাহীন, ভেদরগঞ্জ বিএনপির নেতা মুন্সি সিরাজুল হক, উপজেলা মহিলা দলের সভাপতি কাজল মাঝি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারহানা নিপা, ভেদরগঞ্জ থানা মহিলা দলের সভাপতি শিরিন মাহমুদ, ভেদরগঞ্জ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক জেসমিন তালুকদার, ও দলীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

অবৈধ ফোন বেচাকেনা নিয়ে বিটিআরসির নির্দেশ

সংরক্ষিত বনের গাছ বিক্রির অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে

আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

১০

প্রতিবন্ধী নারীর ভাতার টাকা যায় আ.লীগ নেতার পকেটে

১১

নির্বাচন করবেন কি না জানালেন প্রেস সচিব

১২

আবারও পেছাল বিপিএল

১৩

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

১৪

শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

১৫

স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে ধরা

১৬

মগবাজারে বহুতল ভবনে আগুন

১৭

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

১৮

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

১৯

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

২০
X