সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে একটি ট্রাক চুরির পর এর বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কোম্পানীগঞ্জের গাছঘর নতুন জীবনপুর গ্রামের মো. রুমন মিয়া ওরফে সুমন ওরফে রিপন (২৩) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রসুলগঞ্জ গ্রামের মো. আব্দুর রহমান ওরফে রনি (২৩)।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার কালবেলাকে জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুজন জানান, ট্রাকটি কোম্পানীগঞ্জ থানার টুকেরবাজার ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্য ছিল। তারা ছাড়াও চক্রের আরও কয়েকজনের মাধ্যমে ট্রাকটির যন্ত্রাংশ খুলে বিক্রি করার জন্য টুকেরবাজার ভাঙারির দোকানে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন