সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজদীখানে শেখ মো. আব্দুল্লাহর জন্য ভোট চাইলেন গয়েশ্বর চন্দ্র রায় 

সিরাজদীখানে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আলহাজ শেখ মো. আব্দুল্লাহসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সিরাজদীখানে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আলহাজ শেখ মো. আব্দুল্লাহসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ শেখ মো. আব্দুল্লাহকে আনুষ্ঠানিক সমর্থন জানালেন দুই উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় সিরাজদীখানের শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সনাতন ধর্মাবলম্বী উপস্থিত হয়ে ধানের শীষে তাদের সমর্থনের ঘোষণা দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আবেগঘন ভাষণে তিনি বলেন, আজকে বেশি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এখানে বসে আছি, অথচ মনটা পড়ে আছে এভারকেয়ার হাসপাতালে। যেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন বেগম খালেদা জিয়া। যিনি ৪০ বছর আপনাদের ভোটাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় লড়াই করেছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করা, কারাবরণকে হাসিমুখে গ্রহণ করা, অসুস্থ অবস্থায়ও জনগণের অধিকার নিয়ে কথা বলা এসবই তার জীবনের বড় সংগ্রাম। আজ তিনি সংকটাপন্ন। আমাদের হাতে এখন শুধু প্রার্থনাই অবশিষ্ট।

ভোটের দিন ও নেত্রীর শারীরিক অবস্থাকে কেন্দ্র করে জনমনে যে শঙ্কা আছে তা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি নেত্রী না থাকেন, আমাদের আনন্দ ফুরিয়ে যাবে। ভোট হবে কি না— তাতেও সংশয় তৈরি হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এবারের নির্বাচন শুধু একজন সংসদ সদস্য বানানো নয়। এ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর বড় পরিবর্তন আসবে যেখানে নারী-পুরুষ, হিন্দু-মুসলমান, ধনী-গরিব কারও মধ্যে বৈষম্য থাকবে না। এমন বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সিরাজদীখান নিয়ে ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরে গয়েশ্বর চন্দ্র বলেন, এ সিরাজদীখান আমার অতি পরিচিত জায়গা। আমার বাসা থেকে মাত্র একটি ছোট নদীর ব্যবধান। আজকের মহাসমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি প্রমাণ করছে আপনারা কতটা ভালোবাসেন শেখ মো. আব্দুল্লাহকে। দলীয় ভেদাভেদ ভুলে ধানের শীষের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন- আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদ সভাপতি প্রশান্ত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক তাপস কুমার দাস। এ ছাড়া দুই উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতা, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ প্রায় ১০ হাজারেরও বেশি সনাতন ধর্মাবলম্বী সমাবেশে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

১০

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

১১

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

১২

দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগ গ্রহণ ডাকসুর

১৩

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

১৪

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

১৫

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

১৬

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

১৭

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

১৮

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

১৯

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

২০
X