আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

থানা হেফাজতে তরুণীকে হেনস্তার অভিযোগ এসআইর বিরুদ্ধে

আটোয়ারি থানা, পঞ্চগড়। ছবি : সংগৃহীত
আটোয়ারি থানা, পঞ্চগড়। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মঈনের বিরুদ্ধে থানা হেফাজতে রেখে এক তরুণীকে হেনস্তার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৭ অক্টোবর রুহিয়া থানার রাজাগাও ইউনিয়নের এক তরুণের সঙ্গে আটোয়ারী উপজেলার ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। উভয়ের পরিবারের অমতে বিয়ে করায় তরুণ-তরুণী দুজনে পালিয়ে যান। তরুণীর বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যের অটোরিকশা ভাড়ায় চালাতেন তিনি।

পালিয়ে যাওয়ায় তরুণের বাবা তরুণীর বাবার নামের আটোয়ারী থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আটোয়ারী থানার এসআই মঈন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ২১ অক্টোবর তরুণীর বাড়িতে অভিযান চালায়। সেখানে ছেলে-মেয়েদের খোঁজ না পেয়ে তার বাবাকে থানায় এসে দেখা করতে বলা হয়।

২২ অক্টোবর তরুণীর বাবা থানায় এসআই মঈনের সঙ্গে দেখা করতে আসলে তার সঙ্গে খারাপ ব্যবহার ও অশালীন কথাবার্তা বলেন। এ সময় এসআই মঈন বলেন, আমরা ফোর্স নিয়ে তোমাদের বাসায় গিয়েছি, আমাদের তেল খরচ দাও। এক পর্যায়ে এসআই মঈন তরুণীর বাবার অটোরিকশার চাবি নিয়ে বলেন, তেল খরচ বাবদ তিন হাজার টাকা না দিলে চাবি দেব না। পরে তোড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। তখন মনোয়ার হোসেন ও তরুণীর বাবাসহ থানায় এসে গাড়ি ফেরত চাইলেও রাজি হননি। পরে তিন হাজার টাকা দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেন।

এর কিছুদিন পর পালিয়ে থাকা তরুণ-তরুণীর সন্ধান পায় পুলিশ। ঠাকুরগাঁও থেকে তাদের আটক করে আটোয়ারী থানায় নেওয়া হয়। পথিমধ্যে তরুণকে ছেড়ে দিলেও তরুণীকে থানা হেফাজতে নেয় এসআই মঈন।

ভুক্তভোগী তরুণী জানান, গাড়িতে করে ঠাকুরগাঁও থেকে আমাদের নিয়ে আসে। আসার সময় পথিমধ্যে স্বামীকে ছেড়ে দেয় এসআই মঈন। তাকে ছেড়ে দেওয়ার পর এসআই মঈন আমার সঙ্গে খুব খারাপ ভাষায় কথা বলা শুরু করে। বিভিন্ন অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করেন তিনি। এক পর্যায়ে এসআই মঈন অন্য পুলিশদের বলে, এই তোমরা এখান থেকে সবাই চলে যাও...।

তিনি আরও জানান, থানায় নিয়ে এসে এক রাত একদিন হাজতে রাখা হয়। হাজতে থাকা অবস্থায় বাইরে থেকে বিভিন্ন সময় আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করতেন তিনি। আমি অসহায় ছিলাম বলে সবকিছু নীরবে সহ্য করেছি।

ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, মেয়েকে থানা থেকে ছাড়িয়ে নিতে আমাকে ফোন করে থানায় যেতে বলা হয়। এরপর মেয়েকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা দাবি করেন এসআই মঈন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের থানায় বসিয়ে রাখা হয়। আমরা অনেক অনুরোধ করেছি, কিন্তু কোনোভাবেই টাকা ছাড়া মেয়েকে ছেড়ে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তারপর আমার পরিচিত সাংবাদিক কামরুজ্জামান সাঈদকে বিষয়টি অবগত করি। তিনি এসে এসআই মঈনকে অনেক অনুরোধ করেন। তারপর সন্ধ্যার সময় আমাদেরসহ মেয়েকে ছেড়ে দেওয়া হয়।

জানতে চাইলে আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মঈন বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলছেন সেগুলোর কি কোনো প্রমাণ আছে? আমি এসব ধরনের কোনো কাজ বা কথাবার্তা বলিনি।

পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। সঠিক তদন্তপূর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৩

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১৪

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৫

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৬

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৭

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৮

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১৯

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

২০
X