

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল ও মৌখালী এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি এমপি না হলেও দরমুজখালী থেকে বসন্তপুর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ করে দেব।
শনিবার (২৯ নভেম্বর) রাতে ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন তিনি।
কাজী আলাউদ্দিন বলেন, এ অঞ্চল দীর্ঘদিন অবহেলিত। আপনাদের সঙ্গে নিয়ে কালিগঞ্জ উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখল-রাজনীতি থেকে মুক্ত করতে চাই। কেউ ধর্মকে পুঁজি করে ভোট চাইবে; আমি তা করব না। আমি এ এলাকার সন্তান, আমার কাছে যেতে কোনো দালাল ধরতে হবে না। ২৪ ঘণ্টা আমার দরজা সবার জন্য খোলা থাকবে।
তিনি আরও বলেন, অতীতে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম করেছি আমি নিজেই। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর কালিগঞ্জের প্রতিটি মন্দির, মসজিদ, বিদ্যালয়, মাদ্রাসায় অনুদান দিয়েছি, ভবন নির্মাণে সহায়তা করেছি। আগামী দিনেও সব ধর্মীয় প্রতিষ্ঠান ও সব মানুষের পাশে থাকব।
বিএনপির এ নেতা বলেন, আমি নির্বাচিত হলে কোনো তদবির লাগবে না। আপনারা সরাসরি আমার কাছে গিয়ে এলাকার সমস্যাগুলো বলবেন; আমি সমাধানের উদ্যোগ নেব।
ড্যামরাইল সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভগেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সহসভাপতি মো. রেজাউল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রশান্ত হালদার বাবু, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, শেখ আব্দুল করিম।
সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চান কাজী আলাউদ্দিন।
মন্তব্য করুন