

লালমনিরহাটের হাতীবান্ধায় সহপাঠীদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নেমে তামিম ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তামিম ইসলাম (৭) হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার রাশেদ ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে তিন সহপাঠীসহ তিস্তা নদীতে গোসল করতে যায় তামিম। গোসল করার সময় হঠাৎ তামিম পানিতে ডুবে যায়। এ সময় সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেলে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে তামিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান বলেন, খবর পয়ে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তামিম নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
মন্তব্য করুন