

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিক্ষুব্ধ এলাকাবাসী সন্দ্বীপ চ্যানেল থেকে বালু উত্তোলনকারীদের যন্ত্র ড্রেজার ও বাল্কহেড জ্বালিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে এই যন্ত্রগুলো দিয়ে সাগর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি চক্র।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের শেষে স্থানীয় এলাকাবাসী কুমিরা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই যন্ত্রগুলো জ্বালিয়ে দিয়েছে। তবে কে বা কারা সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে তা জানাতে পারেনি স্থানীয় এলাকাবাসী ও নৌ-পুলিশ কর্মকর্তারা।
এদিকে, গত বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি শিপইয়ার্ডে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেয় এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাগর থেকে একটি চক্র অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড যন্ত্র দিয়ে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাইরে বিক্রি করছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙছে উপকূলীয় বেড়িবাঁধ। ধ্বংস হচ্ছে পরিবেশ।
সাগরে মাছ ধরার জেলে সন্তোষ কুমার বলেন, সাগর থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সাগরের গতিপথ হারাচ্ছে। ফলে মাছ ধরার নৌকা রাখার জায়গাগুলো বিলীন হচ্ছে। জেলের বসবাসের স্থান সংকুচিত হবে।
ব্যবসায়ী হাজী কামাল উদ্দিন ও ফরিদুল আলম বলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে শিপইয়ার্ড মালিক। অথচ ইয়ার্ডটি সরকার থেকে লিজ নেওয়া হয়েছে স্ক্র্যাপ জাহাজ কাটিং-এর জন্য। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিবে ভাঙন, ব্যবহারে অনুপযোগী হবে কৃষি জিমি। এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তিনি।
এ বিষয়ে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালি উদ্দিন আকবর বলেন, ড্রেজার ও বাল্কহেড জ্বালিয়ে দেওয়ার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন