

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ভোলা জেলার সদর উপজেলা বিএনপি কমিটির ওপর আরোপিত সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
বুধবার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি জানান, গত ১ নভেম্বর ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পর্যালোচনার পর আজ থেকে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে এখন থেকে ভোলা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
মন্তব্য করুন