কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শীতে ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি সেরা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত এলেই ত্বক টানটান, রুক্ষ ও খসখসে হয়ে যায়। তাই শীতকালীন স্কিনকেয়ারে ময়েশ্চারাইজার যেন ঘরের প্রয়োজনীয় দ্রব্যের মতো হয়ে দাঁড়ায়।

এ ক্ষেত্রে বাজারে অসংখ্য ব্র্যান্ডের লোশন, ক্রিম ও সিরাম থাকলেও বছরের পর বছর আমাদের মা-খালাদের কাছে দুটি উপাদানই ছিল অটল ভরসার নাম—পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন) ও গ্লিসারিন।

কিন্তু প্রশ্ন থাকে, ত্বকের জন্য আসলে কোনটি বেশি কার্যকর? বিশেষ করে শীতকালে? উত্তর খুঁজতে গেলে জানা দরকার দুটির কাজের ধরন।

ভ্যাসলিন ও গ্লিসারিন আসলে কী?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডার্মাটোলজিস্ট ডা. শ্বেতা ত্রিপাঠি বলেন, ‘গ্লিসারিন আর ভ্যাসলিনকে আলাদা কিছু না ভেবে দল হিসেবে ভাবুন। গ্লিসারিন পানি টেনে আনে, আর ভ্যাসলিন সেই পানি ত্বকে ধরে রাখে।’ অর্থাৎ দুটিই ময়েশ্চারাইজার হলেও কাজের পথ ভিন্ন।

ভ্যাসলিন

পেট্রোলিয়াম জেলি ত্বকের ওপর এক ধরনের সুরক্ষাচাদর তৈরি করে। এটি নিজের ভেতর আর্দ্রতা যোগ করে না, বরং ত্বকের ভেতরে থাকা পানিকে আটকে রাখে। তাই এটি ঠোঁট ফাটা, গোড়ালি ফাটা, কনুই-হাতের রুক্ষতা, ক্ষতস্থান বা প্রক্রিয়া-পরবর্তী ত্বক সুরক্ষায় দারুণ কার্যকর।

অসুবিধা : একটু ভারী বা তেলতেলে অনুভূতি।

গ্লিসারিন

গ্লিসারিন একটি শক্তিশালী হিউমেকট্যান্ট। এটি বাতাস বা ত্বকের গভীর স্তর থেকে পানি টেনে এনে উপরের স্তরকে নরম, টানটান ও হাইড্রেটেড রাখে। হালকা, অ-তেলতেলে হওয়ায় প্রায় সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

অসুবিধা : শুষ্ক আবহাওয়ায় একা ব্যবহার করলে ত্বক থেকে পানি টেনে নিয়ে আরও শুষ্ক করতে পারে।

শীতে কার কাজ কোনটায় বেশি?

গ্লিসারিন ত্বকে আর্দ্রতা টানে, কিন্তু সিল না করলে দ্রুত উবে যেতে পারে। আবার ভ্যাসলিন সিল করে, কিন্তু নিচে আর্দ্রতা না থাকলে কাজ করে না।

তাই বিশেষজ্ঞদের মতে, গ্লিসারিন-ভিত্তিক লোশন লাগিয়ে তার ওপরে অল্প ভ্যাসলিন দিলে সেরা ফল পাওয়া যায়। এটিকেই আধুনিক স্কিনকেয়ারে ‘Slugging’ বলা হয়।

তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বক হলে গ্লিসারিন

গ্লিসারিন হালকা। তাই এটি ব্রণ সৃষ্টি করে না। আর ভ্যাসলিন বৈজ্ঞানিকভাবে পোর-ক্লগিং না হলেও তৈলাক্ত ত্বকে ভারী মনে হতে পারে।

সংবেদনশীল বা একজিমা-প্রবণ ত্বকে ভ্যাসলিন এগিয়ে

ভ্যাসলিনে কোনও সুগন্ধি নেই, সংরক্ষক নেই, একেবারে নিরাপদ। ক্ষতিগ্রস্ত ত্বক রক্ষা করতে এটি সবচেয়ে নির্ভরযোগ্য। গ্লিসারিন উপকারী হলেও মারাত্মক শুষ্ক ত্বকে হালকা চুলকানি বা স্টিং করতে পারে।

খুব শুষ্ক আবহাওয়া বা কনকনে শীতে ভ্যাসলিন

এ সময় বাতাসে আর্দ্রতা কম থাকে। একা গ্লিসারিন লাগালে ত্বকের ভেতর থেকে পানি টেনে নিয়ে উল্টো শুষ্ক করতে পারে। ভ্যাসলিন এই পানি ধরে রাখে ও ত্বকের ব্যারিয়ার রক্ষা করে।

তাহলে শীতে কে সেরা, ভ্যাসলিন নাকি গ্লিসারিন?

সবার ত্বক এক নয়, তাই একক কোনো বিজয়ী নেই। তবে সহজভাবে বললে, সুরক্ষা ও হিলিং চাইলে ভ্যাসলিন। অন্যদিকে নরম, হাইড্রেটেড ত্বক চাইলে গ্লিসারিন। আর একসঙ্গে দুটি সুবিধাই চাইলে গ্লিসারিনের পর ভ্যাসলিন।

ডা. ত্রিপাঠির পরামর্শ, ‘গ্লিসারিন-ভিত্তিক ময়েশ্চারাইজার লাগান আগে, তারপর যেখানে বাড়তি সুরক্ষা চাই সেখানে ভ্যাসলিন দিয়ে সিল করে নিন।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

আবার পিছিয়ে গেল ব্রাকসু নির্বাচন

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, ফোন নিবন্ধন চলবে মার্চ পর্যন্ত

ডাকসুর সভায় গুম-খুন বন্ধে জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জাতীয় ঐক্যের দাবি

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে আত্মবিশ্বাসী সান্তোস

১০

আবারও হাফেজ আনাসের বিশ্বজয়

১১

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে : তারেক রহমান

১২

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৩

পাশাপাশি ২ ভবন ধসে নিহত ১৯

১৪

১৪০ আসনে প্রার্থী দিল এনপিপি

১৫

৬ ঘণ্টার বেশি অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

১৬

খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন : ডা. জাহিদ

১৭

বরগুনায় টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে সেমিনার

১৮

শীতে ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি সেরা?

১৯

সাত ঘণ্টায়ও উদ্ধার হয়নি গভীর নলকূপে পড়ে যাওয়া শিশুটি

২০
X