প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করায় বগুড়ায় হোসাইন ইসলাম হোসেন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হোসাইন ইসলাম হোসেন বগুড়া সদরের নামুজা কারিগর পাড়ার তছলিম উদ্দিনের ছেলে। তিনি নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর হোসাইন ইসলাম হোসেন তার ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে পোস্ট করেন। ফলে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান (২৯) মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
এরপরই পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে নামাজগড় এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন