স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

এই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগবে দলগুলো

পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগতে পারে আইপিএলের দলগুলো। ছবি : সংগৃহীত
পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগতে পারে আইপিএলের দলগুলো। ছবি : সংগৃহীত

আইপিএলের নিলাম মানেই বিশেষ কিছু। এদিন অনেক ক্রিকেটারেরই ভাগ্য যায় বদলে। ২০২৬ আইপিএলেও এরকম কিছু দেখা যেতে পারে। ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করা পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগতে পারে আইপিএলের দলগুলো। কারা সেই ৫ ক্রিকেটার সেটি প্রকাশ করেছে উইজডেন।

১. আকিব নবী: লাল বলের ক্রিকেটে ১৩ ম্যাচে ৭৩ উইকেট। এই পরিসংখ্যানই প্রমাণ করে কতটা ভয়ংকর বোলার তিনি। সম্প্রতি সংক্ষিপ্ত সংস্করণেও ভালো করছেন নবী। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচে তার উইকেট ১৫টি। পাওয়ারপ্লে আর ডেথ—দুই সময়ই বল করে ৭.৪ ইকোনমি রেখেছেন তিনি। এ রকম একজন পেসারকে দলে ভেড়াতে চাইবে যে কোনো দলই।

২. রাজ লিম্বানি: লিম্বানি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিয়েছেন ৭ ম্যাচে ১৫ উইকেট। এ বছরের বারোদা প্রিমিয়ার লিগেও তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ব্যাকআপ দেশি পেসার খুঁজছে। দুই দলের কেউ লিম্বানিকে দলে ভেড়াতে পারে।

৩. অশোক শর্মা: রাজস্থানের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন অশোক। ২০২২ আইপিএলে দল পেয়েছিলেন আইপিএলে। গত বছরের মেগা নিলামে বেস প্রাইসে রাজস্থান রয়্যালস তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। সাম্প্রতির পারফরম্যান্সের কারণে এবারের নিলামে তিনি দল পেতে পারেন।

৪. মনীশঙ্কর মুরাসিংহ: এই পেস বোলিং অলরাউন্ডার খেলেন ত্রিপুরার মতো তুলনামূলক দুর্বল দলে। এ বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তার ইনিংসগুলো—৫৬, ৪০, ৪২, ২৫*, ৩৩, ১২ ও ৬৯। স্ট্রাইক রেট ১৭২। সঙ্গে নিয়েছেন ছয় উইকেটও। এমন পারফরম্যান্সের পর দলগুলো যে তার ওপর বাড়তি নজর রাখবে সেটি বলার অপেক্ষা রাখে না।

৫. যশ ধুল: তার নেতৃত্বে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতে ভারত। এ বছর মাঠে ফিরে দিল্লি প্রিমিয়ার লিগে ৮৭ গড়ে ও ১৬৭ স্ট্রাইক রেটে রান করেছেন ধুল। মুশতাক আলী ট্রফিতেও আছেন ছন্দে। ওপেনার হিসেবে ৭টি লিগ ম্যাচে করেছেন ২৬১ রান, স্ট্রাইক রেট ১৪৫। দিল্লি, সঙ্গে কলকাতা—দুটো দলই ওপেনার, ব্যাকআপ কিংবা সম্ভাব্য প্রথম একাদশের সদস্য খুঁজছে। সেই তালিকায় থাকতে পারেন ২৩ বছর বয়সী যশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জামায়াতের প্রার্থীকে শোকজ

নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

সেতু নির্মাণে অনিয়ম, অভিযানে গেল দুদক

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

১০

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১১

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

১২

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

১৩

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

১৪

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

১৫

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১৬

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

১৭

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

১৮

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

১৯

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X