স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

এই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগবে দলগুলো

পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগতে পারে আইপিএলের দলগুলো। ছবি : সংগৃহীত
পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগতে পারে আইপিএলের দলগুলো। ছবি : সংগৃহীত

আইপিএলের নিলাম মানেই বিশেষ কিছু। এদিন অনেক ক্রিকেটারেরই ভাগ্য যায় বদলে। ২০২৬ আইপিএলেও এরকম কিছু দেখা যেতে পারে। ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করা পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগতে পারে আইপিএলের দলগুলো। কারা সেই ৫ ক্রিকেটার সেটি প্রকাশ করেছে উইজডেন।

১. আকিব নবী: লাল বলের ক্রিকেটে ১৩ ম্যাচে ৭৩ উইকেট। এই পরিসংখ্যানই প্রমাণ করে কতটা ভয়ংকর বোলার তিনি। সম্প্রতি সংক্ষিপ্ত সংস্করণেও ভালো করছেন নবী। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচে তার উইকেট ১৫টি। পাওয়ারপ্লে আর ডেথ—দুই সময়ই বল করে ৭.৪ ইকোনমি রেখেছেন তিনি। এ রকম একজন পেসারকে দলে ভেড়াতে চাইবে যে কোনো দলই।

২. রাজ লিম্বানি: লিম্বানি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিয়েছেন ৭ ম্যাচে ১৫ উইকেট। এ বছরের বারোদা প্রিমিয়ার লিগেও তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ব্যাকআপ দেশি পেসার খুঁজছে। দুই দলের কেউ লিম্বানিকে দলে ভেড়াতে পারে।

৩. অশোক শর্মা: রাজস্থানের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন অশোক। ২০২২ আইপিএলে দল পেয়েছিলেন আইপিএলে। গত বছরের মেগা নিলামে বেস প্রাইসে রাজস্থান রয়্যালস তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। সাম্প্রতির পারফরম্যান্সের কারণে এবারের নিলামে তিনি দল পেতে পারেন।

৪. মনীশঙ্কর মুরাসিংহ: এই পেস বোলিং অলরাউন্ডার খেলেন ত্রিপুরার মতো তুলনামূলক দুর্বল দলে। এ বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তার ইনিংসগুলো—৫৬, ৪০, ৪২, ২৫*, ৩৩, ১২ ও ৬৯। স্ট্রাইক রেট ১৭২। সঙ্গে নিয়েছেন ছয় উইকেটও। এমন পারফরম্যান্সের পর দলগুলো যে তার ওপর বাড়তি নজর রাখবে সেটি বলার অপেক্ষা রাখে না।

৫. যশ ধুল: তার নেতৃত্বে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতে ভারত। এ বছর মাঠে ফিরে দিল্লি প্রিমিয়ার লিগে ৮৭ গড়ে ও ১৬৭ স্ট্রাইক রেটে রান করেছেন ধুল। মুশতাক আলী ট্রফিতেও আছেন ছন্দে। ওপেনার হিসেবে ৭টি লিগ ম্যাচে করেছেন ২৬১ রান, স্ট্রাইক রেট ১৪৫। দিল্লি, সঙ্গে কলকাতা—দুটো দলই ওপেনার, ব্যাকআপ কিংবা সম্ভাব্য প্রথম একাদশের সদস্য খুঁজছে। সেই তালিকায় থাকতে পারেন ২৩ বছর বয়সী যশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রম্যা নয়, রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া 

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়াল

লাতিন বাংলা সুপার কাপ / স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, যা বললেন আয়োজকরা

মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কার ‘হুঁশিয়ারি’ 

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব

৮ ডিগ্রিতে নামল দেশের তাপমাত্রা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার

এই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগবে দলগুলো

মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা

১০

নির্বাচনের তপশিল কী? এতে যা যা থাকে

১১

নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা

১২

বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে

১৩

ছেলেটা তিন-চারবার মা মা বলে ডাকল, অতঃপর...

১৪

যুক্তরাষ্ট্রে যেতে দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়ার ইতিহাস

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম

১৬

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৭

বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ

১৮

মেঘনা গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১৯

বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি

২০
X