

জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন লাভ করেছেন আলহাজ মনোয়ার হোসেন খান। বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি (টিকেট) হস্তান্তর করা হয়।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলের এই সিদ্ধান্তে মাগুরা-১ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মনোয়ার হোসেন খান দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারে রাজপথে থাকার অঙ্গীকার করেন।
মাগুরা জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।
তারা মনে করছেন, স্বচ্ছ ভাবমূর্তি ও তৃণমূলের সাথে শক্তিশালী সম্পর্কের কারণে এ আসনে জয় নিশ্চিত করা সম্ভব হবে।
মন্তব্য করুন