

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন লাভ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা লুশদীর লুনা। বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি (টিকেট) হস্তান্তর করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ইলিয়াসপত্নী লুনার একান্ত সচিব ময়নুল হক।
এর আগে গত ৩ নভেম্বর দল থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। গত ২২ ডিসেম্বর তাহসিনা রুশদীর লুনা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম নির্বাচন অফিসে জমা দিবেন বলে জানা যায়।
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইলিয়াসপত্নী লুনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারে রাজপথে থাকার অঙ্গীকার করেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
মন্তব্য করুন