বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিয়েই ‘ধানের শীষ’ পেলেন এনপিপির ফরহাদ

ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত
ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ‘অনিবন্ধিত’ এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন তিনি। বিএনপিতে যোগদান করেই নড়াইল-২ আসনে ধানের শীষের ‘চূড়ান্ত মনোনয়ন’ পান ফরহাদ।

এর আগে, নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে ‘প্রাথমিকভাবে’ প্রার্থী করেছিল দলটি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অবশেষে ড. ফরহাদকেই দলে যোগদান করিয়ে এই আসনে চূড়ান্তভাবে প্রার্থী করল বিএনপি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট করেছিলেন ফরিদুজ্জামান ফরহাদ।

এ দিন সমঝোতার অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য নড়াইল-২ আসনসহ মোট দশটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

এ দিকে ‘ধানের শীষ’ পাওয়ার পর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ‘চূড়ান্ত মনোনয়ন ফরম’ ট্যাগ করে পোস্ট দিয়েছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-

‘প্রিয় নড়াইলবাসী, আমি ড. ফরিদুজ্জামান ফরহাদ। আমি আপনাদেরই সন্তান। নড়াইলের মাটি, মানুষ ও সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আমরা একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়তে চাই। আমার রাজনীতি প্রতিহিংসার নয়, ঐক্যের। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কণ্ঠ সংসদে তুলে ধরব, নিয়মিত আপনাদের কাছে জবাবদিহি করব।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রাষ্ট্রের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দায়িত্ব পালনের ওপর আস্থা রেখে আসন্ন জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।

এই মনোনয়ন আমার জন্য শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, বরং নড়াইলবাসীর অধিকার, গণতন্ত্র ও ভোটের মর্যাদা রক্ষার একটি গুরুদায়িত্ব। জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি নড়াইলবাসীকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণে কাজ করে যাব-এই অঙ্গীকার করছি।

সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে আমি দল-মত নির্বিশেষে নড়াইলকে এগিয়ে নিতে সবাইকে এক কাতারে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির মাধ‍্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য, কৃষি ও কৃষকের সুরক্ষা, তরুণ ও কর্মসংস্থান, অবকাঠামো ও যোগাযোগ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী এবং আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে।

আসুন, দল-মত ভুলে নড়াইলের ভবিষ্যতের জন্য একসাথে কাজ করি। আমি দলের সকল নেতাকর্মী ও নড়াইলবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

গণতন্ত্রের জয় হোক, নড়াইল হোক উন্নয়ন ও ন্যায়ের দৃষ্টান্ত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ‘ধানের শীষ’ প্রতীকে এমপি পদে আপনাদের দোয়া, সমর্থন ও ভোটপ্রত‍্যাশী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

দুটি সরকারি, দুটি বেসরকারি / কোয়ার্টারে বাংলাদেশের চার জুটি

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে সাংবাদিকের কর্মসূচি

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন / দ্বিতীয় দফার ভোট ২ জানুয়ারি ঢাকায়, ব্যালট বাক্স রাখা হয়েছে থানায়

১০

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধন

১১

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১২

সিলেট-২ আসনে বিএনপির চূড়ান্ত টিকেট পেলেন ইলিয়াসপত্নী লুনা

১৩

মগবাজারে বোমা হামলায় নিহত যুবকের পরিচয়

১৪

দেশের পথে সপরিবার হিথরো বিমানবন্দরে তারেক রহমান

১৫

বিএনপিতে যোগ দিয়েই ‘ধানের শীষ’ পেলেন এনপিপির ফরহাদ

১৬

বিপিআইএর সভাপতি মোশারফ, মহাসচিব সাফির

১৭

সিডিএতে নকশা অনুমোদনে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, দুদকের অভিযান

১৮

বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

১৯

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

২০
X