

ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে দেশে ফিরে এসেছেন। তিনি একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা নিয়ে এসেছেন, যা কেবল বিএনপির নয় সমগ্র বাংলাদেশের পরিকল্পনা। যুবসমাজকে এক জোট হয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা-৯ আসনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, এই বাংলাদেশের মানচিত্র, পতাকা ও ভৌগোলিক সীমারেখা অর্জনের জন্য লাখো শহীদের রক্ত দিতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অসংখ্য সহযোদ্ধা রাজপথে রক্ত ঝরিয়েছেন। অনেকেই আজও নিখোঁজ, অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন, কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন শুধু এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার সুস্থতার জন্য সারাদেশের মানুষ দোয়া করছেন। আমরা চাই, আগামী দিনের নতুন বাংলাদেশের শুভ সূচনা তার হাত ধরেই হোক।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। আরও উপস্থিত ছিলেন সাবেক ১নং সহসভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজিমুল হাসান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ইফতেখার উদ্দিন ফয়সল, ১নং সহসভাপতি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল আরমান হোসেন বাপ্পি, সাবেক যুগ্ম সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল মোহাম্মদ আল আমিন, যুগ্ম আহ্বায়ক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল ডা. এইচ এম মিজানুর রহমান, সাবেক সহসাধারণ সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল শাহপরান, সহসভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরিফুল ইসলাম প্রান্ত, সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাহবুব আলম শাহিন, অর্থ সম্পাদক ছাত্রদল ইকরাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্যার এএফ রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মেহেদী হাসান মুন্না, সদস্য সচিব ফজিলতুন নেসা হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল জান্নাতুন ফেরদৌস ইতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাইমা বিনতে কবির ও আহ্বায়ক সবুজবাগ থানা ছাত্রদল রাফাত জামান গাফফারসহ প্রমুখ।
মন্তব্য করুন