

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে সানজিদা ইসলাম তুলিকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিএনপি। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সৈয়দ এ সিদ্দিক সাজু। তিনি বৃহত্তর মিরপুরের সাবেক এমপি মরহুম এস এ খালেকের ছেলে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সৈয়দ এ সিদ্দিক সাজুর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সৈয়দ এ সিদ্দিক সাজু দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপি’র মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের জন্য কাজ করে আলোচনায় উঠে আসেন সানজিদা ইসলাম তুলি। তার উদ্যোগেই গড়ে তোলা হয়েছে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন।
মন্তব্য করুন