রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে আ.লীগ নেতা আটক

নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে আ.লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদ লিমন আটক। ছবি : কালবেলা
নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে আ.লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদ লিমন আটক। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাগরপাড়া এলাকায় অবস্থিত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেনের বাসায় মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়ার অভিযোগে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (১৮ জুন) রাত সোয়া ১২টার দিকে ওই নির্বাচন কর্মকর্তার বাসা থেকে তাকে আটক করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনার মো. আবুল হোসেনের বাসায় প্রবেশ করেন আওয়ামী লীগ নেতা লিমন। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি দেখে ফেলে। পরে খবর পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা ওই বাসাতে মীর ইশতিয়াক আহমেদ লিমনকে আটকে রাখে। তাৎক্ষণিক খবর পেয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার শুরু থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা লিমনকে আটকের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে সোয়া ১২টার দিকে পুলিশ ওই নির্বাচন কমিশনারের বাসা থেকে লিমনকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ভাই ও সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনের মামা আব্দুল হামিদ টেকন আসন্ন সিটি নির্বাচনে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

সাবেক মেয়র লিটনের কর্মী-সমর্থকদের দাবি, লিমনের মামা টেকনকে কাউন্সিলর পদে জয়ী করতেই মোটা অঙ্কের টাকা নিয়ে ওই নির্বাচন কমিশনারের বাসায় প্রবেশ করেন লিমন। বিষয়টি এলাকাবাসী দেখে ফেলে। পরে এলাকাবাসী লিমনকে ওই বাসায় আটকে রেখে পুলিশকে খবর দেয়। রাত সোয়া ১২টার দিকে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।

লিটনপন্থি ও রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তার ভাগ্নে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ তাদের পুরো পরিবার নৌকার মেয়র প্রার্থী আমাদের প্রিয় অভিভাবক এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করতে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। ডাবলু সরকারের ভাই আব্দুল হামিদ টেকন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তাকে জয়ী করতে তার ভাগ্নে লিমন রাতের অন্ধকারে মোটা অঙ্কের টাকা নিয়ে নির্বাচন কর্মকর্তার বাসায় যান। আমরা লিমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জানতে চাইলে মেয়র প্রার্থী লিটনের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের প্রধান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ঘটনাটি আমি শুনেছি। তাকে নাকি পুলিশ আটক করে নিয়ে গেছে। এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না। ঘটনার বিস্তারিত জানতে পারলে বলতে পারব।

আটক লিমনের বড় ভাই মীর ইমতিয়াজ বলেন, গত নির্বাচনে মেয়রের ভোট করে দিয়েছে আমার ছোট ভাই। আজ তারা আমাদের মারছে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান। আমার বাবা ঘটনাস্থলে গেলে তারা আমার বাবাকেও মারধর করেছে। আমরা এর বিচার চাই।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, একটি অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। বিস্তারিত পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার ভাঙনে বিলীন স্কুল ভবন, বন্ধ শিক্ষা কার্যক্রম

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

ছবি শেয়ার করে কটাক্ষের মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

গাইবান্ধায় নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬ জন

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে

টানা ৫ দিন বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১২

রামপুরায় ২৮ হত্যা / বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

সপ্তাহে দুদিন ছুটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

১৪

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৮ বছরেও হয়নি ভাঙা সেতু সংস্কার, পারাপারে ভরসা ‘ড্রামের ভেলা’ 

১৬

গাজার পথে আটক শহিদুল আলম / সরকারের উদ্দেশে মির্জা ফখরুলের আহ্বান

১৭

ভারত থেকে ভেসে আসা গুঁড়ি বিক্রি হচ্ছে ‘চন্দন কাঠ’ নামে

১৮

তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

১৯

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

২০
X