মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে থ্রি হুইলার বন্ধের জন্য আলোচনা সভা ও র্যালি করেছে হাইওয়ে পুলিশ। র্যালিতে ফিটনেসবিহীন যানবাহন না চালানো এবং মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলার চলাচল বন্ধে সচেতনতামূলক আহ্বান জানানো হয়। এতে উপজেলার বিভিন্ন ধরনের যানবাহনের চালক, মালিক এবং হেলপাররা অংশগ্রহণ করেন।
রোরবার সকালে ভবেরচর হাইওয়ে থানার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম, সার্জেন্ট মাহবুব হাসান এবং থানার অন্যান্য ফোর্সসহ চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ এ এস এম রাশেদুল ইসলাম জানান মহাসড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মালিক সমিতি ও গাড়ি চালকসহ স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতা, দুর্ঘটনা রোধে পুলিশকে সহায়তায়, হাইওয়েতে চলাফেরা করার নিয়ম এবং থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হলো নিষিদ্ধ ঘোষিত এ থ্রি-হুইলার। সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটছে। এগুলোর অধিকাংশই ঘটছে মহাসড়কে অবৈধভাবে লাচলকারী অটোরিক্সা, ইজিবাইক, নসিমন-করিমনের মতো যানবাহনের কারণে। এসব যানবাহন মহাড়কে চলাচল নিষিদ্ধ হলেও তা অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছে। ফলে বাড়ছে দুর্ঘটনা।
মন্তব্য করুন