ঝিনাইদহ জেলা যুবদলের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক মুকুলের স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল।
স্মরণসভায় নুরুল হক মুকুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহসভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শেখর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, মিজানুর রহমান সুজন, ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও আবুল বাশার বাশি প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত করেন জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদি। আততায়ীদের হাতে নিহত হন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক মুকুল।
মন্তব্য করুন